অমিত চক্রবর্তী'র কবিতা
সীমিত গুণপণা বা কল্পনা
আমি সেলফিতে মগ্ন আর ডেকে বসা হরিয়াল
ছটফটে তার বিদ্রূপের হাসি নিয়ে,
এইভাবে যে সকালটা শুরু হয় আমি তার আসন্ন প্রেমিক।
প্রতিদিনটাই ধারকরা এখন, হিসেবের খাতা বুজিয়ে
দোকানি গেলেন প্রস্থানের পথে, আমি গ্রাম্য ভিখারি,
আজীবন মাথা নীচু, আপাতত ছাঁদা বেঁধে,
আষ্টেপৃষ্ঠে সিধে গুণে, লোভেলোভে তাকাই একটা মির্যাকল খুঁজে।
রক্তমাংসের এই যে মানুষটা, অপটু ভীরু, না
মনের মধ্যে যে ছবিটা তার বহুদিন ছিল
রাজপুত্র-ব্যঙ্গমা মিশিয়ে একটা রূপকথা,
কোন গল্পটায় যে সে মুগ্ধ এখন আমার বুঝে নিতে
দেরি হয়। আসলেই সীমিত গুণপণা বা কল্পনা,
সময় তাকে আরোই ভোঁতা করেছে।
কবি অমিত চক্রবর্তী
ম্যানহাটান, কানসাস, আমেরিকা
2 Comments
খুব ভালো লাগলো।আপনার সব কবিতাই আমার ভালোলাগে
উত্তরমুছুনভালো লাগলো খুব
উত্তরমুছুন