ঝরাপাতা ~ সত্যজিৎ সেনের কবিতা













সত্যজিৎ সেনের কবিতা

ঝরাপাতা

ঝরাপাতা,উড়ে এলে সবুজ শার্টের পকেটে।
আমার আম্রপালি নারী,বুকে এক কান্নার নির্ঝর।
তোমার অশ্রু আমি মুছে দিতে পারি
আমার জামার আস্তিনে। তোমার নিঃশ্বাসে আজও মৃগনাভি গন্ধ,চোখের পাতায় আজও ফুলের শুদ্ধতা।
গ্যালাক্সি ফুঁড়ে দিয়ে বিগত জন্মের সব ট্রেন ছুটে গেছে অজানা ব্ল্যাকহোলে। 
ফেলে আসা পূর্বজন্ম অভিমানে অহল্যা পাথর।
সেই সব দিনগুলো কবিতার পাতা হয়ে 
জ্বলন্ত উল্কার মত উড়ে গেছে রাত্রির নদীতে। 
সেই দিনগুলো যদি হয় পুড়ে যাওয়া কবিতার পাতা
এই বুকে জমে আছে সমস্ত ফটোস্ট্যাট কপির পাহাড়।

কবি সত্যজিৎ সেন
গড়িয়াকলকাতা, পশ্চিমবঙ্গ 




0 Comments