হামিদুল ইসলামের কবিতা
জীবনের বারবেলায়
জীবনের মাধুর্য ফিরে আসে না আর
হারিয়ে যায় উড়ান ব্রীজ
উড়াল শহর
তোমার ঠোঁটের ছোঁয়ায় তখনো আমার অজানা শিহরণ ।।
ইচ্ছেগুলো সাজাই
সেজে ওঠে রাত
কুহকিনী মায়া । কুহকিনী উপনদী ভেসে চলে দিনরাত ।।
জানি না কোথায় বিছিয়ে রেখেছিলাম আমার শৈশব
এক একদিন গুচ্ছ ফুলে স্বপ্ন দেখি
শুয়ে আছে ভবিষ্যৎ ।।
কথার গভীরে আজও কারা লুকিয়ে রাখে অবিশ্বাস
উদাস বৃষ্টির জলে নিজের ছবি দেখি
মৃত্যু ঘনায় নশ্বর চিতায় ।।
কতো কথা জমা করি
কথাঘরে নিত্য উপবাসী হৃদয়
বিশল্যকরণী সুবাস ছড়ায় বুকের মাঝে জমে ওঠে পাথর ।।
জীবনের সহজ শর্তগুলো ভাঙি
জীবনের ভাঙা গড়ায় আজও ভেসে যায় বেহুলা লখিন্দর ।।
0 Comments