আলোলিকার কবিতা
অবাধ্য স্বপ্নেরা
আমিত্বের আঁশটে গন্ধ মেখে
পুড়ছি প্রতি সায়াহ্নে
আমার একলা ক্ষত, এলোমেলো চিন্তা
যেন দিক হারানো পাখির নিশ্চুপ ব্যর্থতা!
উষ্ণতা নেই প্রেমে, উপবাসী মন
তোমার ক্লোরোফিল বুকে অবাধ্য স্বপ্নের উঠোন
তবু ব্যাকরণ মানে না
কেঁপে ওঠা অহল্যা শরীর
বৃষ্টিস্নাত শালিকের মত গা ঝেড়ে উঠে বসি
উন্মত্ত অশ্বের আঘাতে ছিন্নভিন্ন স্বপ্নের পাপড়ি,
দেখি ভাবনারা পড়ে আছে ধূসর বিছানায়।
শীতল নির্জনতায়
নক্ষত্রের মত চুপ তুমিও
2 Comments
খুব ভালো লাগল।
উত্তরমুছুনভালো কবিতা।
উত্তরমুছুন