চৈত্র দিন ~ অর্ঘ্য দে'র কবিতা


অর্ঘ্য দে'র কবিতা 

চৈত্র দিন 

আমার গায়ে বয়সের জামা, 
আশ্রয় নিয়েছি সংসারে।
চৈত্রের ধুলোয় আবছা চলাচল 

ঘষা কাচের মতো দিন, 
সাদা-কালো অভিজ্ঞতাদের উল্টেপাল্টে দেখি, 
ফাঁকে-ফাঁকে উদাসী হাওয়া; ইমন। 

কোনও হাঁকডাক নেই, 
কোনও রকম চঞ্চলতা অর্থহীন 
বৈশাখী মেঘের ছায়ায় গিটার বাজায় তরুণ। 

কবি অর্ঘ্য দে 
চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ 




0 Comments