বিষ্ণু চক্রবর্তী'র কবিতা
থেকে যাস এমনি
এক একটা ফুল ঝরে
এক পা দু পা করে হঠাৎই
পাগুলো থেমে যায়
মাইক্রোফোন থেকে যায় টেবিলে
কণ্ঠ মিলিয়ে যায় হাওয়ায়
শুধু থেকে যাস তুই
পরাহত করে চিতার রক্ত চোখকে
তোর গায়ে লেপটে গিয়ে
কাফন বাসরের চাদর হয়ে
আমাকে একটা স্বপ্নিল রাত
উপহার দেয়
থেকে যাস এভাবেই একমুখ
হাসি নিয়ে অন্য কারোর ঠোঁটে
আমার না থাকার দিন রাতেও।
5 Comments
Vry nice
উত্তরমুছুনধন্যবাদ ও ভালোবাসা
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনDaarun
উত্তরমুছুনসুন্দর কবিতা
উত্তরমুছুন