সুকান্ত মণ্ডলের কবিতা
ধোঁয়াশা অথবা ছেলেবেলার ডাকনাম
ছেলেবেলার ডাকনাম আর শুনতে পাই না!
রান্নাঘরের চাল দিয়ে ধোঁয়া বেয়ে উঠে
যখন চাদ্দিকে ছড়িয়ে পড়ে,
সূর্যাস্ত এনে দেয়
তখন দিগন্ত থেকে ভেসে আসে পাখির গান।
আমার গভীরে ধোঁয়া ভাসছে, ভেসে যাচ্ছে
আমি পথ ভুলে ধরার চেষ্টা করছি বারবার
ধোঁয়ার সাথে প্রতিযোগিতায় পেরে উঠি না
দুটো চোখ শুধু অনুসরণ করে যায়
ঠিক যেন ভোরের পাখিদের জেগে ওঠার অপেক্ষায়
গোপনে আমার ডাকনাম ধরে ডাকি
কিন্তু শৈশবে ফিরে যেতে পারি না আর!
2 Comments
Khub sundor hoyeche...👍
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন