শৌভিক চ্যাটার্জী'র কবিতা




              গুরু

অক্টোবরের আজকে কুড়ি,কাঁপছে শহর,সিলভার
স্ক্রিন,
অফিস কেটে গুরুর ছবি,হুজুক প্রেমিক ভাঙছি
আইন।

শরৎ শহর,আমরা তখন সদ্য তরুন,বৈবাহিক,
সম্পর্কের সূত্রপাতে ছবির মতোই রই প্রেমিক।

সেদিন ছিলো,হালকা হাওয়া,আলোর শহর মত্ততা!
আমরা দুজন সপ্তপদী, রিকশো টানে,হ্যাঁ কলকাতা।

শহর জুড়ে গুরুর ভুরু,কৃষ্ণেন্দু নিচ্ছে  প্রান
বল খোঁপা আর বটুয়া হাতে,ভরসন্ধেয় হাতিবাগান।

আমার তখন কতই বা সদ্য তিরিশ,গন্ডি পার
চাপদাড়ি আর চাউনি,ঘেরাও বসন্ত সুর হেমন্তদার।

স্বপ্ন বাইক,সঙ্গী তুমিই ,বেশ হয় পথ শেষ না হলে,
শো এর সময় ঠিক সাতটায়,' নামিয়ে দিবি 'পূর্ণ' এলে।'
বন্ধ হল্ আর কাঠের চেয়ার,আমরা দুজন স্বপ্নলোক।
তোমার চোখের হালকা ছোঁয়াও,পর্দা জোড়া ঢেউ তুললো।

পূর্ণ,মিনার 'গুরু'র মোহে,ফিরতি পথে হই ময়দান
সংযত প্রেম বড্ড রঙিন,প্রেমিক শহর সিক্সটি ওয়ান।

আমরা দুজন বন্দি হতাম,বেহুঁশ হতাম,'উল্টোরথ'!
আমরা প্রেমে ভীষন শেকী,ভালোবাসায় সত্যি  সৎ।

সেসব দিন অতীত পাতা,গুরুই শুধু নায়ক আজ
হারানো সুরে ডাকছ 'রমা',চোখ বুজে পাই,সেই আওয়াজ।

              শৌভিক চ্যাটার্জী
                কালনা, পূর্ব বর্ধমান 

2 Comments