মহম্মদ সামিমের কবিতা


ডাক

চোখের সামনে ভেসে ওঠে একটি ডাকবাক্স 
অঘ্রাণের আকাশে উড়ে যায় দুটি সাদা বক
নিজেকে নিঃস্ব করি প্রাণভোমরার মুগ্ধগানে
মনে মনে পৌঁছে যাই প্রাচীন আয়নার সামনে
দেখি, নদীর উপর আজ কোনও নৌকো নেই
ছুঁয়ে আছি এই বিভঙ্গ, এই সুন্দর প্রতিবিম্ব 
তুমুল ঝড়ের আগে স্মৃতির দুয়ার খুলে বসি
অবিরল ঢেউ এসে পড়ে জীবনের যত শোকে। 
না-লেখা চিঠির কথাগুলো সব উড়তে থাকে
আকাশে এখন আলোর ঢল, ইচ্ছেডানার ভিড়
মেঘাবৃত উদাসীন দুটি চোখের কোণায় দেখি,
কে যেন বসে আছে, চিরনিদ্রার অপেক্ষায়।

কবি মহম্মদ সামিম
পূর্ব খন্যান,খন্যান (ইটাচুনা), হুগলি 
















1 Comments