
মনের আলো
দিনের আলোর তীব্রতা যখন ফুরিয়ে আসে
তখনই কিন্তু অন্ধকার নেমে আসে না
বরং আবছা আলোয় মনের প্রদীপ জ্বলে
হৃদকমলের কোষগুলো পুড়তে থাকে
আর ছড়াতে থাকে জ্বালাধরানো আলো
ধীরে ধীরে জ্বালা প্রশমিত হলে-
আলো যায় নিভে, নামে অন্ধকার
হ্যাঁ,মনের প্রদীপ নিভে গেলেই প্রকৃত অর্থে-
নেমে আসে নিকষ অন্ধকার
অনিবার্য অন্ধকার
কবি পার্থ সারথি চক্রবর্তী
কোচবিহার, পশ্চিমবঙ্গ
1 Comments
ধন্যবাদ ও শুভেচ্ছা
উত্তরমুছুন