
সবই প্রতীক্ষা, সবই বিস্ময়
অমিত চক্রবর্তী
অমিত চক্রবর্তী
বুড়ো হয়ে যাচ্ছি জ্যোর্তিময়,কি বলব তোমায়
আজ সকালটাই দ্যাখো –
মতি নন্দীর স্টপার পড়ে ফোঁপানি খানিক
অজানা, ভ্রান্তপথে ঘোরা কিছুক্ষণ
তারপর যৌবন মোহানায় নির্বাণ খোঁজা।
ডেবি হ্যারির গোলাপি অধরে। তাঁর বয়সও এখন
সত্তরের ওপর। মুচো মিসট্রাস্ট,জ্যোর্তিময়
মুচো মিসট্রাস্ট। অথচ যা কিছু নবীন
সবই বাঞ্ছনীয় নয়। আপনমনে দেওয়ালে
দাগ কাটাই কি ধর্ম এখন,গেঁথে দিই তবে কবিতার অংশ
চার দেয়ালের মধ্যে – গ্রাফিতি, বীরত্ব,আঁকিজুখি
সবই প্রতীক্ষা, সবই বিস্ময়, সবই ম্লান
দ্বিরাগমনের আশা। কোনদিন সে দাঁড়াবে এসে –
এক বিষণ্ণ ভোরে, হঠাৎ ঝড়,জয়ধ্বনি
বড্ড কষ্ট পাচ্ছি, বাবুল,মনখারাপে ত্র্যস্ত ছিলাম কদিন
আজ সকালে আবার কবিতা পড়ে,দৌড়ে…
1 Comments
ভালো লাগলো
উত্তরমুছুন