মাঝ বয়সী উপত‍্যকা ~ কাঞ্চন রায়ের কবিতা


মাঝ বয়সী উপত‍্যকা 
কাঞ্চন রায় 

মেঘ আর বসন্তের সংঘর্ষ হলে
আমার আকাশে ঝড় জিতে যায় 
বারবার! হয়তো তুমি বলবে,
জানলা খুলে ঘর নোংরা করাটা
আমার নিছক আলসেমি; তাই...

কিন্তু মাঝ বয়সী উপত্যকাগুলো ঠিক এমনই হয়--
ওরা বেহায়ার মত নদীর কাছে ছুটে তো যায়,
তবে পাড় ভাঙার কম্পনটা ওদের অজানা--

আসলে দু'একটা নষ্ট ঋতু না গায়ে মাখলে,
স্রোতের গতিপথ বোঝা দায়...! 

কবি কাঞ্চন রায় 
পশ্চিম ডহরথুবা, হাবরা, উত্তর ২৪ পরগনা


প্রচ্ছদ শিল্পী: কাঞ্চন রায় 


















0 Comments