
মাঝ বয়সী উপত্যকা
কাঞ্চন রায়
মেঘ আর বসন্তের সংঘর্ষ হলে
আমার আকাশে ঝড় জিতে যায়
বারবার! হয়তো তুমি বলবে,
জানলা খুলে ঘর নোংরা করাটা
আমার নিছক আলসেমি; তাই...
কিন্তু মাঝ বয়সী উপত্যকাগুলো ঠিক এমনই হয়--
ওরা বেহায়ার মত নদীর কাছে ছুটে তো যায়,তবে পাড় ভাঙার কম্পনটা ওদের অজানা--
0 Comments