
বৃষ্টি সাজ
পলাশ দাস
১.
খুব গরম পড়েছিল কাল সারারাত জুড়ে
আকাশ মেঘলা
মাথা যন্ত্রণায় গরম চা
আরামদায়ক ঠাণ্ডা হাওয়া
২.
বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি
ভিজতে চাইছে মন
৩.
ঝমঝম বর্ষা নামল
ভিজছি, ভিজে যাচ্ছে আমার সমস্ত অঙ্গসাজ
ভালো লাগছে
৪.
এক দিন - দু দিন -
ঝম ঝম ঝির ঝির টিপ টিপ
একঘেয়ে, মনখারাপ
৫.
পায়ের পাতা, গোছের কাছ
হাঁটু ছোবে, ছুঁয়ে ফেলেছে
জল যন্ত্রণা
0 Comments