ব্যথাদিন ~ মৃত্যুঞ্জয় হালদারের কবিতা


ব্যথাদিন
মৃত্যুঞ্জয় হালদার

একরোখা দিন রেখে যায় ঋণ
কত ক্ষত মন মৈনাকে
নিরাশার নৈশলোকে
বোবা বিদ্রুপে হয় বিলীন।

যন্ত্রণার যাঁতাকলে কামনারা মৃত বলে
বিক্ষিপ্ত বিলাপ বিপুল
বিপর্যস্ত বিষন্ন বকুল
অকাতরে ঝরে পড়ে শ্রাবণ সলিলে।

আকছার অনাচার আনাচে কানাচে
মন আশমানে মেঘ
ডেকে যায় ভেক
চুপিসাড়ে ব্যথাদিন রেখে যায় কাছে।

কবি মৃত্যুঞ্জয় হালদার
                    গড়িয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ 





0 Comments