
সুনন্দ মণ্ডলের দুটি কবিতা
মুখোশধারী
আগামীর রোদ বড় তাপীয়
অসহ্য পরিবেশ, বায়ুমন্ডল।
মানুষের হিংসাও পরিমাণে তত
জীবন সংকট কোথাও।
নিঃশর্ত বাক্যালাপে কেটে ফেলে কথার মুন্ডু
ধারাপাতে গুণে নেয় অসম প্রতিযোগিতা।
দিনরাত চাপ চাপ কাজের ঢিবি
সরিয়ে ফেলতে সময়টাও বোকা।
হাজার মিথ্যের বাক্যবাণ, জর্জরিত সভ্যতা
চাবুক মারা প্রথা শেষ, তাই সপাটে লাথি।
একে অপরকে ঠেলে
ওপরে ওঠার চেষ্টায় প্রতিযোগিতা
কেউ ওঠে হয়তো বা
কেউ মুখ থুবড়ে গড়ায়।
জীবনকে চেনাতে সময়টাও কেমন মুখোশধারী।
অভিমানী
হারিয়ে গেছে
সেই পুরোনো দিন,
পুরোনো চাতাল ঘর ভাঙা।
গড়তে হবে
একইরকম রঙিন
পুরোনোটার মতোই যেন হয় রাঙা।
চাই গো আমি
জীবন তেমন, যেমন ইচ্ছে
খুশিমতো জীবন যাপন।
রক্ষে করো
ক্ষান্ত হও, সংসার
কখনো বোঝার কখনো সোজা মতন।
শোনো অভিমানী
নয়কো বেকার কিছুই
পাবে সবই, একটু বুঝে শুনে চলার।
ধৈর্যের বাঁধ
যার যেমন শক্ত
সবুরে মেওয়ার মতোই জীবন তার।
0 Comments