গৌতম কুমার গুপ্ত'র দুটি কবিতা
সাকিন
এখন কেউ বলে না
অমুক বাড়ি আছো
ঘুলঘুলিতে রেখে যায় খড়
ফেরারী মন
ঠিকানা পরম্পরা
যাযাবর এই মনের খোঁজ থেকে
রোদ চুরি যায়
মূলতঃ
শূণ্য হয় প্রহর,নামচা
দরজা বন্ধ,অনাত্মীয় দিবসযামিনী
ঘুম
ঘুম নেই চোখে পাথর বিছানা।কি হল দেশকাল মরীচিকা মরুভূমি। শুধু বিছানায় নির্ঘুম একটানা। হাত পা ছুঁড়ি অন্ধ তাগিদ।পাশবালিশের মুগ্ধ মোহের ওম।মৈথুনে যার সুখের আবেশ। তবু আঙ্গুলের ফাঁকে স্বপ্নের সুতো।টেনে ছিঁড়ে ফেলি হতমান রাত।ঘুমে নির্ঘুমে কাটে বসবাস।এখনই অন্ধ হয়ো না চোখ। দ্যাখো ঘুম ফিরে আসে নবারুণ দেশে।ঘুম পেয়েছির দেশে আমাদের বারোমাস।
0 Comments