মাটির পরশ ~ দেবাশীষ মুখোপাধ্যায়ের কবিতা


মাটির পরশ 
দেবাশীষ মুখোপাধ্যায়

শব্দের বুক থেকে ছিটকে পড়া বাজির আলোয়
ভাতের গন্ধ থাকে না
মাটির প্রদীপ বেচতে থাকা ছেলেটার বুক জুড়ে
পড়ে থাকে মায়ের কাশির আওয়াজ
ঝিকিমিকি টুনি বাল্বে সাজানো ফ্ল্যাটে
মাটির প্রদীপ জ্বলে না
আলোর বন্যা তাদের ঘরের সর্বত্র
ফ্যালফ্যাল চোখে কান্না চেপে বোকা ছেলেটা ভাবে
তাহলে মাটি কোথায় এদের জীবনে...

কবি দেবাশীষ মুখোপাধ্যায় 
উত্তর পাড়া, হুগলি, পশ্চিমবঙ্গ






0 Comments