স্বপ্ন যেমন
অভিষেক ঘোষ
বাস্তু-প্রতিম দেহের ভিতে মন-প্রতিমা
পচেছে কাঠ, ঠুনকো দড়ি, নেইকো ক্ষমা।
যেমন প্রায়ই ঘটতে থাকে রাত্রে ঘুমে,
স্বপ্নগুলো প্রসব ব্যথায়, পোয়াতি মে।
চিত্রিত এক হরিণ যেন আঁস্তাকুড়ে
অবসন্ন গ্লানির শিকল দিয়েছে ছুঁড়ে।
ঘুরতে থাকে আবর্ত এক, নেই আকূতি
অবদমনে মরচে রঙের আত্মাহুতি।
"আয় খেতে দিই" ডাকছে কোনো ক্ষীণ বুড়িমা
ঘ্রাণের মধ্যে বারুদ-বিধুর শুকনো ট্রমা।
মরিচ-গুঁড়ো আলুর উপর কালচে যেমন,
স্বপ্ন আমার গভীর ঘুমে স্বাদ আনে তেমন।
1 Comments
চমৎকার কবিতা... ভাবনায় ও শব্দচয়নে
উত্তরমুছুন