তাই স্বপ্ন দেখবো ব'লে ~ আশিস মুখার্জ্জী'র কবিতা


তাই স্বপ্ন দেখবো ব'লে
আশিস মুখার্জ্জী

একটা সেলোটেপ দিতে পার , 
সেলোটেপ
খুব দরকার,  
খুউউব 
একটু জুড়তে চাই আমার একটা ছিঁড়ে যাওয়া 
স্বপ্ন,  হঠাৎ করেই দমকা বিপর্যয়ে ধড়মড়িয়ে 
জেগে ওঠায় , না দেখা 
সেই স্বপ্ন ,
কি গো পারবে দিতে 
সেলোটেপ , স্বপ্ন জুড়তে পারে 
এমনই এক 
সেলোটেপ।
আচ্ছা তবে না হয় করে নেব সেলাই 
ইচ্ছে মতন রঙিন সুতোয় 
কিন্তু মেশিন 
থাক ওটা দামী হয়ে যাবে , 
বরং পারলে একটু আঠা লাগিয়ে 
দিও আমার এই ছেঁড়া স্বপ্নের কানাচে,  
আবার ফিরে পেতে চাই স্বপ্নটা 
তাই আজও রয়েছি পেতে 
দুচোখে।

কবি আশিস মুখার্জ্জী 
নিউ আপার চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান

0 Comments