দুটি কবিতায় ~ শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়


শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা

বৃক্ষ থেকে বনভূমি

আমি তো লিখছি, লিখেই চলেছি 
ঘুম ভাঙানোর গান।
আমি যে রচনা করেই চলেছি 
সময়ের অভিধান। 

আমি তো সত্য আড়াল করি না, 
চাই না মুখোশ পরতে।
চাইছি তোমারও সন্ততিদের 
শান্তির দিন গড়তে। 

আমাকে দমাতে শুধু বারবার
শাখা কেটে ফেল তুমি;
অজস্র বীজ ছড়িয়ে দিয়েছি
আগামীর বনভূমি। 

আত্ম সমর্পণ

এবার হয়তো শিখে যাব ঘোলা জলে
সাঁতার কেটে অভিমুখে ভেসে থাকা।
এবার হয়তো স্তব্ধ রইবে কথা,
সোজাই দেখব যা কিছু রয়েছে বাঁকা।

এবার হয়তো আর্তনাদের মাঝে
শিখে নেব গান চালিয়ে উদোম নাচা।
কতদিন আর দল ছুট হয়ে একা
লড়াই চালিয়ে থাকা যাবে বলো বাঁচা?

যেতে তো চাইনি, তোমরাই ঠেলে দিলে
কোকোনদ থেকে পঙ্কিল জলাশয়;
এখনও রয়েছি মনে মনে সেইখানে,
এমন থাকার কী বা আর মানে হয়?

এমনি করেই অগ্নিবলয় মাঝে
ভয় অভিমান দু'চোখ বুজিয়ে দিল;
যখন আসবে নিজের মরার পালা,
তখন ভাবব এটাই হওয়ার ছিল।

সাহিত্যিক শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
সোদপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ


0 Comments