খেলা শেষে
দেবদাস কুন্ডু
দিনের শেষ আলোয় খেলাগুলি ঢলে পড়ে
মৃত্যু আঙিনায়
শবদেহের ভিতর জেগে ওঠে কর্নফুলি নদী
চোখের দৃপ্তিতে হেসে ওঠে কোন নগ্ন নারী
আকন্দ ফুলের রঙ মেখে এসে দাঁড়ায়
পূর্ব জন্মের আত্মীয়রা। বলে, কেমন আছো?
যাদের হাতে তুলে দিয়ে ছিলাম পদ্ম
যোনির রক্ত মেখে সেই হাতগুলি
দিনকে করেছে রাতের মত অন্ধকার
বুকের মাঝখানে এসে দাঁড়ায় অলকানন্দ
যন্ত্রণার বালুকনা গুলি ছড়িয়ে দিয়ে হাসে
বলাকার মতো শুভ্রতা নিয়ে প্রেম ঝড়ে পড়ে
পুরনো বাড়ির নীলচে উঠোনের শুস্কতায়
তবু তোমার হাতের সচলতায় প্রতিদিন
হৃদযন্র ধরে মেঘ মল্লারের গান
জোনাকিরা আলো নিভিয়ে আমাকে শোনায়
মৃত্যুর পরোয়ানা।
আমি সন্ন্যাসীর মতো নিরাসক্ত পথচারী
স্বর্গের পথ ধরবো বলে হাঁটি যৌবন হারানো
কোন নারীর বুকে।
2 Comments
কবি দেবদাস এর কবিতাটি অসাধারণ অসাধারণ লাগলো!
উত্তরমুছুনআপনাদের এখানে কিভাবে লেখা দেওয়া যায় ?
উত্তরমুছুনআমি একজন সাহিত্যিক