আলোর খোঁজ ~ গার্গী চৌধুরীর কবিতা



আলোর খোঁজ
গার্গী চৌধুরী 

তোমার প্রতিটি খন্ড অতৃপ্তি ঘোচাতে ছুটে চলে একাধিক প্রান্তে।
দূর থেকে “ব্রাউনিয়ান মোশন “
কখনো সম্পর্ক,ভোগ্য পণ্য
যাযাবরের মতো তেপান্তর।
একেকটা খন্ডের একক রকম চাহিদা,
অবিরাম ছুটে চলা,
অফুরন্ত উচ্ছাসে সমস্ত,
খন্ড নিয়ে আনন্দে বিহ্বল তুমি
তবু কিরকম একটা শূন্যতা।
স্তূপাকার অতৃপ্তির ছায়া সরিয়ে একদিন তুমি 
জানলে তোমার গহ্বরে
জ্বলছে আনন্দ -প্রদীপ,
হয়নি কখনো খোঁজ  করা।
শিখার ওমটুকু ছিল 
জীবনী স্পৃহা,
আগুনটা হলোনা জ্বালা।

কবি গার্গী চৌধুরী 
৭৪, বিবেক পার্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ



0 Comments