ছবি ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


ছবি 
মীরা মুখোপাধ্যায় 

"I wiped the dust from my mother's face"
                                              Louise Gluck

এ বাড়িতেই আমার প্রপিতামহীর ছবি ছিলো,
বার্ণ এন্ড শেফার্ডে তোলা
ছবিটার কথা আর মনে পড়ছে না।
পিতামহীর ছবির কথাটা
আবছা হলেও মনে করতে পারি 
নক্সা পাড় সাদা শাড়ি, আধঘোমটা
বিষন্ন যুবতী এক...
ছবিটা হারিয়ে গেছে।

মা চলে গেছেন, ছবিতে পুরু ধুলো জমেছে
আমি হাতের পাতায় ঘসে ধুলো মুছি।
আর কিছু দিন পর এ ছবিটাও হারিয়ে যাবে আর
আমার ছবির কাঁচে এরকমই ধুলো জমবে
তারপর সেটাও একদিন...

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া

0 Comments