সূর্য মণ্ডল🔸পূর্ব বর্ধমান🔸
মেঘ দেখলে আমরা ঘরের দরজা জানালা
খুলে দিই।
মেঘ দেখলে আমরা এসে দাঁড়াই দক্ষিণের বারান্দায়।
মেঘ দেখলে বুকের ভিতর গেয়ে ওঠেন হাসান রাজা।
মেঘ দেখলে আমরা বৃষ্টি হয়ে যাই,আর ঝরতে থাকি।
মেঘ দেখলে ভূগোল দিদিমনি ছাতা হাতে বাড়ি ফেরে
গোড়ালির অনেকটা উপরে উঁচু করে পরা শাড়ি।
মেঘ ফিরে গেলে বৃষ্টির গরিমা নিয়ে শুতে যায়
শাদা জ্যোৎস্নার চাদর। জানলা পেরিয়ে বিস্ময়ের
ঠান্ডা বাতাস আসে। ফোঁটা ফোঁটা জলকনার মতো নামে ঘুম।
ঘুম ভাসিয়ে নিয়ে যায় আমাদের বর্ণহীন মহাশূন্যের দিকে।
0 Comments