অদ্রিজা মণ্ডলের কবিতা


বিশ্বাস বা অবিশ্বাসের কথারা 

অন্ধকারের সাথে গল্প করতে করতে কখনো
আটচালা হয়ে উঠি
দূরে সরে যায় বিশ্বাসঘাতক অবয়ব
প্রতিবেশী মুখগুলো পাশে থাকবে বলেও, 
বয়ান পালটে হঠাৎ মুখোশ পরে নেয়
নি:সঙ্গতার পাতায় অশ্রু জমতে জমতে একদিন হয়ে যায় স্ফটিক

আত্মকথনে রত হতে হতে আমি বটগাছ হয়ে উঠি

কবি অদ্রিজা মণ্ডল 
আলিশা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 








1 Comments