
বিশ্বাস বা অবিশ্বাসের কথারা
অন্ধকারের সাথে গল্প করতে করতে কখনো
আটচালা হয়ে উঠি
দূরে সরে যায় বিশ্বাসঘাতক অবয়ব
প্রতিবেশী মুখগুলো পাশে থাকবে বলেও,
বয়ান পালটে হঠাৎ মুখোশ পরে নেয়
নি:সঙ্গতার পাতায় অশ্রু জমতে জমতে একদিন হয়ে যায় স্ফটিক
আত্মকথনে রত হতে হতে আমি বটগাছ হয়ে উঠি
কবি অদ্রিজা মণ্ডল
আলিশা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
1 Comments
Khub sundor hoyeche
উত্তরমুছুন