প্রচ্ছদ, সূচিপত্র ও সম্পাদকীয়


হৃদস্পন্দন ম্যাগাজিন নিবেদিত 'জমকালো রবিবার ৩' সংখ্যার লেখকসূচি:
 


কবিতা: সিদ্ধার্থ সিংহ, অনুপম দাশশর্মা, রবীন বসু, সূর্য মণ্ডল, মহম্মদ সামিম, দেবার্ঘ সেন, সুধাংশুরঞ্জন সাহা, রুমা ঢ্যাং অধিকারী, অন্তরা দাঁ, অমর্ত্য দত্ত, তুলসীদাস ভট্টাচার্য, শুভ্রাশ্রী মাইতি, সাত্যকি, সমর সুর, বিশ্বজিৎ দাস, স্বপঞ্জয় চৌধুরী, নাসিম বুলবুল, সৌমিত্র শীল, সুকুমার হালদার, সঞ্জীব সেন, চিরঞ্জিৎ বৈরাগী, প্রনব রুদ্র, সুজিত কুমার মালিক , বর্ণজিৎ বর্মন, অনিন্দ্য পাল, সুনন্দ মণ্ডল, মীরা মুখোপাধ্যায়, বৈদূর্য্য সরকার, সূর্য দত্ত এবং তিয়াসা জানা 

গল্প: পুলককুমার বন্দ্যোপাধ্যায়, সমাজ বসু, রিঙ্কি বোস সেন, ঋভু চট্টোপাধ্যায়, বিকাশ বর, উত্তম সিংহ, নন্দিতা মিশ্র চক্রবর্তী, অনামিকা দে রায়চৌধুরী, অদিতি ঘোষদস্তিদার এবং সোমা সাহা

মুক্তগদ্য: সোমনাথ বেনিয়া, অনিন্দ্য দত্ত,  দীপক বেরা, সুমিতা চক্রবর্তী এবং মোনালিসা নায়েক

প্রবন্ধ: শৌভিক চ্যাটার্জী, লক্ষ্মণ দাস ঠাকুরা এবং মধুমিতা রায় চৌধুরী মিত্র 



সম্পাদকীয়: 

"বিষণ্ণতা ও প্রিয় ঘুম" এই শীর্ষক নিয়ে সম্পাদকীয় লিখতে বসলে বিষণ্ণতা ও কবিতা মিলেমিশে একাকার হয়ে যায় । তবে একথা লিখলে আবার ঘুমের প্রতি সম্পূর্ণ অবিচার করা হয় । যেখানে কবিতা আসেনা সেখানে তো ঘুমই প্রেমিকা হয়ে ওঠে। 

আসলে আমাদের সব বিষণ্ণতাই তার ভিতরে এক গভীর শূন্যতাকে লুকিয়ে রাখে।শরীর থেকে সাবধানে খুলে রাখা শূন্যতাটুকু জুড়ে শুধু পড়ে থাকে অপেক্ষা আর অভাব।থার্মোমিটারে সেই শূন্যতাকে কখনই মাপা যায় না । শীতজন্ম নিয়ে হাঁটতে হাঁটতে পড়ন্ত ছায়ার পাশে একটা সময় নেমে আসে নীল ঘুম।দিগন্ত বিস্তৃত বিষণ্ণতা ও হেঁটে যায় সেই নিবিড় ঘুমের দিকে । বিষণ্ণতার আসকাড়া ভুলে কেঁদে ওঠা স্বরলিপিরা তখন দূরে কোথাও বেজে ওঠে বৈরাগীর একতারা হয়ে । আলতো করে চোখের পাতায় নেমে আসে সোহাগী ঘুম। 
আর পড়ন্ত রাতে বিষণ্ণতা মাখা শরীরে যখন আয়না জাগে,শীতঘুম ভেঙে চিঠি পাঠায় তখন অপেক্ষার শব্দেরা। 
আমরাও ফিরে আসি যে যার ব্যক্তিগত গদ্যের পাশে। প্রিয় ঘুমের মধ্যেই একটু একটু করে বিষণ্ণতা ডুবে যেতে থাকে। 
আদতে বিষাদের মধ্যেও ঘুমই শুধু মৌলিক আর বাকী সবটাই অভিনয়।

আসুন সবাই বিষণ্ণতা ভুলে থাকি । আমাদের যাপন জুড়ে শুধু বেঁচে থাকার গল্পেরা লেখা হোক । ভাল থাকুন সকলে, সুস্থ থাকুন । আমাদের হৃদয় জুড়ে শুধু সাহিত্য স্পন্দিত হোক । 

































3 Comments