সমাজ বসুর কবিতা



সাপলুডো 

সিঁড়ি বেয়ে বেয়ে একানব্বই,---
একানব্বই থেকে দু দুটো সাপের মুখ এড়িয়ে কিছুতেই যাওয়া হয় না একশ'র দরজায়---
দরজার ওপারে উন্মুক্ত নীল আকাশ,
জীবনের নৈসর্গিক চিত্র।---
হঠাৎ মনে হয়---
বিরানব্বইয়ের সাপটা শীতঘুমে আচ্ছন্ন,
তাই টের পায়নি।
কিন্তু, তিন পা এগোতেই চোখে পড়ে তক্ষক---
তক্ষক জানে--
আমি পরীক্ষিত---
ছিয়ানব্বই থেকে গড়িয়ে গড়িয়ে সাত এ।

এভাবেই সারা জীবন উত্থান পতনের এই সাপলুডোয়,
কিছুতেই একশ'র দরজা পেরিয়ে বুক ভ'রে শ্বাস নিতে পারি না,পরম নিশ্চিন্তে...

  কবি সমাজ বসু 
 মিলন পার্ক, গড়িয়া, কলকাতা





















0 Comments