শিল্প-সাম্রাজ্যবাদের নীল বিষ
হাঁটু মুড়ে বসো...
এবার দু-হাত করজোড়ে দুচোখের মাঝখানে তুলে ধরো...
এবার অনুভব করো...অনুভব করো
'তোমার সৃষ্টির দাসত্ব শৃঙ্খল তোমার বুকের পাঁজরের মল্লিকা বনে '...!
ভুলেও ঠোঁটের কোনে
শুনতে চাইনা কোন শব্দের প্রতিধ্বনি...
আমি প্রাসাদমস্তক এক শিল্প-সাম্রাজ্যের
এক রাজা বলছি তোমায়...
ঠিক সেভাবেই হাঁটু মুড়ে থাকো তুমি...
যেমনটা থাকে,
রোদ পোড়া কৃষকের শ্রান্ত দুচোখ...
হেমন্তের তুলো আকাশের নিচে তার পরম আদরের পাঁকা ধানের শীষ-সন্তানকে মহাজনের কাছে পেটের দায়ে বিক্রি করার রক্তাক্ত যন্ত্রণায়...!
ঋষি কাব্য
'প্রতিদিন এক দূর্গম সবুজ পাহাড়ের খোঁজে
নিজের ভেতরের মানুষটাকে ক্রমাগত
টেনে নিয়ে চলি অসীমের এই জীবনের পথে'...!
নারীর জন্য পাতাল প্রবেশের গল্পটা কিন্তু সবাই জানে...
অথচ, মৌন ঋষির নীরবতায় রহস্য হয়ে
লুকিয়ে থাকে কতো অজানা মহাকাব্য...!
এই মহাকাব্যের চরিত্রগুলোর কোন চাওয়া-পাওয়া
থাকেনা......থাকে শুধু......
জনারণ্যে নিজেদের খুঁজে বেড়ানোর এক অদ্ভুত নেশা...!
রংধনুর সাত রঙ, সাত চক্র, সাত আসমানের
অনুভূতি নিয়ে জন্ম নেয়া এই প্রাণীগুলো ধরিত্রী
মাটিতে চুপচাপ হেঁটে বেড়ায় "মানুষ" হওয়ার পাপ নিয়ে...
কবি সৌগত রাণা কবিয়াল
পূর্বপাড়া, কৃষ্ণপুর , উত্তর ২৪ পরগনা
0 Comments