
নিশিকান্ত রায়ের মুক্তগদ্য
তৈরি
আক্রোশে ভেঙে পড়ছে কৃষ্ণচুড়ার ডাল
লাইট পোস্ট ঘরোয়া আকাশ ।
রোকেয়া হলের দিক থেকে উন্মত্ত চীৎকার
টিএসসিতেও আগুন
চলো নিরাপদ দূরত্বে যাই।
একটু নিরাপত্তা চেয়ে যে কোন ছাত্রাবাসে
একটু আত্মগোপন করি।
চলো।
তোমার হাতে আমার পাঁচটি আঙুল
তোমার দিকে নিবিড় নিবদ্ধ আমি।
আমরা যাব না।
আমরা কেউ কাউকেই ছেড়ে যাবনা
আমরা বিচ্ছিন্ন হব না।
আমরা বিচ্ছিন্ন হলে ওরা জয়ী হবে।
প্রেম বন্ধ্যা হবে।
নারী মাতৃত্ব হারাবে।
যৌনদাসত্ব ফিরে আসবে।
আমরা ভাঙবো না।
তোমার হাতে আমার পাঁচটি আঙুল।
দৃঢ়তম বিশ্বাসের সাথে আমরাই জয়ী হব।
কেননা আমরা দুজনেই আজ সত্যাশ্রয়ী
আমরা প্রতিবাদ ও প্রতিরোধের জন্য তৈরি।
0 Comments