
"উপেক্ষা"
কত ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নের পুষ্প ধরে কত আশায়
স্বপ্নগুলো ভেঙে যায় পদলেহনে।
তবু নিশ্চুপ, নেই কোনো অভিমান অভিশাপ।
হাসির কম্পনের আবরনে ক্লেশাচ্ছাদিত হৃদয়ে
ধীরে ধীরে মস্তক তোলে নিরভিমানে।
সমাজের ভিন্ন প্রজাতির কীটের বিষাক্ত
দংশনে জর্জরিত সমস্ত শরীর।
ক্ষয়িত হয় দেহ,নেই দোষারোপ
দুই পায়ে পিষে যায় ফিরে দেখে না কেউ,
সে নিম্নবাসী।
বোবা কান্নাগুলো শীত বিন্দু হয়ে টপ টপ পড়ে।
লাঞ্ছনা-উপেক্ষার কঠিন ভার মস্তকে,
কিন্তু বিস্মৃত হয় না অস্তিত্বের পরিতৃপ্ততা।
চিরকাল গ্লানিভরা পদলেহনেও সে উন্নত
জন্ম যার দলন সহিতে মৃত্যুতে সে অমর।
নিম্ন স্থান হলেও তবু মর্যাদায় শালগ্ৰামবাসী।
0 Comments