
"ছায়াময়"
আঁকাবাঁকা দাগ কাটা জানলায়
বার বার দেখি তাকে-
যেন আবছায়া-
মায়াবী আলোতে খেলা করে
যেন এক মোহিনীর মায়া
উদ্ভট স্বপ্নেরা এসে ভীড় করে
ঘুমন্ত মানুষের জানলার কাঠের ঝিল্লির উপরে-
দ্রুতগামী বহুচক্রযান
অন্ধকার ছিঁড়ে ফেলে
চলে যায় দূর থেকে দূর-
দুপুরের আমিষ রোদ্দুর
ছায়া ফেলে বিধ্বস্ত মাথায়
লাল নীল সোফাসেট এ সাজা
কোনো নিরীহ মধ্যবিত্ত জীবনযাত্রায়।
প্রতিমার মুখে ঘামতেল
কপালের তীব্র সিঁদুর
সিন্ধুঈগলের বাসা থেকে বহু বহুদুর-
আমাদের মজ্জমান মানসে ছড়ায়
বহু শতাব্দীর সূর্যোদয়,সূর্যাস্তের আলো
বিবিক্ত,বিচিত্র,বহুমুখ
শালিখ, চড়াই, কাক আর
মারা পড়া কবিদের সঙ্গমের সুখ।
ঘামে ডোবা একফালি আয়নায়
জমে থাকা টিপ
অনির্বান,অচঞ্চল দীপ
আমাদের কাদাঘাঁটা আধমরা প্রাণে-
আগুনের অঙ্গীকার আনে।
বার বার দেখি তাকে-
যেন আবছায়া-
মায়াবী আলোতে খেলা করে
যেন এক মোহিনীর মায়া
উদ্ভট স্বপ্নেরা এসে ভীড় করে
ঘুমন্ত মানুষের জানলার কাঠের ঝিল্লির উপরে-
দ্রুতগামী বহুচক্রযান
অন্ধকার ছিঁড়ে ফেলে
চলে যায় দূর থেকে দূর-
দুপুরের আমিষ রোদ্দুর
ছায়া ফেলে বিধ্বস্ত মাথায়
লাল নীল সোফাসেট এ সাজা
কোনো নিরীহ মধ্যবিত্ত জীবনযাত্রায়।
প্রতিমার মুখে ঘামতেল
কপালের তীব্র সিঁদুর
সিন্ধুঈগলের বাসা থেকে বহু বহুদুর-
আমাদের মজ্জমান মানসে ছড়ায়
বহু শতাব্দীর সূর্যোদয়,সূর্যাস্তের আলো
বিবিক্ত,বিচিত্র,বহুমুখ
শালিখ, চড়াই, কাক আর
মারা পড়া কবিদের সঙ্গমের সুখ।
ঘামে ডোবা একফালি আয়নায়
জমে থাকা টিপ
অনির্বান,অচঞ্চল দীপ
আমাদের কাদাঘাঁটা আধমরা প্রাণে-
আগুনের অঙ্গীকার আনে।
1 Comments
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন