🔰 অনিন্দ্যকেতন গোস্বামী 🔸নদীয়া🔸
🔴 ঢের লাইভ শুষে নিচ্ছে আমার নির্জন অনাকাঙ্ক্ষিত দিন...
ফোনবন্দী হয়ে আছে আমার পা, চোখ, অসুস্থ কিছু দৈনন্দিন।
ভুলে যাই তুমি কেমন করে বিয়াল্লিশ বছরের চামড়ার ব্যাগে ঢুকে গেছ-
তোমার সামনে নুয়ে পড়া খাঁচা বন্দী মানুষের পাখিরালয়-
বেদনা ক্লিষ্ট মানুষের মুখে পোট্রের্ট সেঁটে আছে।
গলাবন্দী হয়ে আছে তোমার চিৎকার-
তোমার আজানুলম্বিত বাহু প্রতিবাদকে মুঠো ভরে নিয়ে মাথানত হয়ে আছে মাটির দিকে।
তুমি আসলে কিছুই দেখছ না...
নিজেকে নতুন বস্ত্রের মতন ভাঁজ করে নিয়ে মেমোরিকার্ড হয়ে ঢুকে গেছ মুঠোফোনের নিজস্ব ঘরানায়...
পথ তোমার পা'কে চেয়েছে অনেক দিন
আকাশ ঝুঁকে নেমে এসেছে তোমার দুটো চোখ দেখবে বলে
অপেক্ষারা গলির মোড়ে...
তুমি শুধু ভাঁজ খুলে বেরিয়ে এসো
দেখ তুমি মেমোরিকার্ডের চেয়েও অনেক বড় মানুষ...
0 Comments