
তোয়াঞ্জলী
সায়ন
যদি সময় পাই তোমাকে নিয়ে যাবো
প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারে
সেই জলে কান পেতে তোমার বুকের ঘ্রাণ নেবো
ভাষায় লেখা থাক বর্ধমানের অন্নকথা
ভারতের আলপথ বেয়ে আমি আউশের গান ধরি
অন্নমাতার চুলের কালোয় যে রাত নামে
সেখানেই পড়ে দেখো- বিদ্রোহ আর অন্যায়ের বিরুদ্ধে সব ইস্তাহার
তোমাকে নিয়ে যাবো খাজুরাহো শিলার কাছে
তোমার কোমর জুড়ে নিরক্ষরেখা ভ্রমণ
সবটাই গোদাবরী জলের রেখায়
কফিপাতার গায়ে লাগে, সন্ধ্যা প্রদীপের জলরঙ আলো,
এখন তুমি শুধু বিরাট খোঁপায় বেঁধে রেখো একটা জীবন যার পথ চলা পায়ের দাগ
মিশে যাবে ভারতের আলপনার শিখায়।
5 Comments
খুব সুন্দর হয়েছে স্যার ❤️🔥
উত্তরমুছুনআপনি খুব ছোট্ট ভাবে জিনিস গুলোকে ভরিয়ে তুলতে পারেন যা পাঠকদের মনকে আবেগে টৈটুম্বুর করে দেওয়ার পক্ষে যথেষ্ট। খুব ভালো হয়েছে স্যার ❤
উত্তরমুছুনএই অন্ধকার সময়ে দাঁড়িয়ে এই ভাষা অনেকখানি আলো দিল .... ভীষণ ভীষণ ভালো লাগলো কবিতাটি ❤
উত্তরমুছুনবারবার পড়লাম.....আবারও পড়লাম!!! এই ধূসর.. শ্বাসবায়ুবিহীন দমবন্ধ সময়ে তোর লেখাটা স্বপ্ন দেখায়।
উত্তরমুছুনআহারে!
উত্তরমুছুন