সুজিত রেজ🔹চুঁচুড়া ,হুগলি🔹
সকালের জালোরি পাসে
জীবনানন্দের কবিতার অন্ধকার
ছ'হাতে সরিয়ে দিয়ে আমরা তিনজন
এগিয়ে যাই ছোটো এক টাকার কয়েনের মতো ।
দিল্লির কনভেন্টের দুই ছাত্রছাত্রী
দেওদারের স্থূল কাণ্ডের কুয়াশার আড়ালে ,
ধূসর পাণ্ডুলিপি লিখে,এডুকেশনাল ট্যুর সার্থক করে ।
এক গুজরাটি নবদম্পতি ,
যারা কুলুর মণিকরণের উষ্ণ প্রস্রবণে জলকেলি করতে করতে
বেলা-অবেলা-কালবেলায়
মিথুনক্লান্ত শরীর সেঁকে নিচ্ছিল,তারাও এই পথে।
আমাদের ড্রাইভার সঙ্গে আসেনি।
সে এখন চরস ফুঁকে,মহাপৃথিবীর কৈবল্যধামে ,
মহাদেবের বাঘছালের চাকা চাকা দাগে,
চিনে এলইডি আলো লাগায় আর খোলে ।
আমার মামা পাইন ফল কুড়িয়ে কোলগেট হাসি হাসে ,
যেন পরশপাথর পেয়েছে
নির্জন স্বাক্ষর রেখে ভাইয়ের হাতে দিয়ে বলে
কোনো গন্ধ নেই ।
কিন্তু আমার নাকে জালোরি পাসের গন্ধ
আজও লেগে আছে !
0 Comments