𔗛 হরিৎ বন্দ্যোপাধ্যায় 🔹ময়নাডাঙা , হুগলি 🔹
🔰সবকিছু উড়িয়ে দিয়ে উড়ে গেল ঝড়
সারারাত সব্বাই নড়েছিল নেচেছিল
পরদিন সকালে
পথে পথে সারি সারি মৃতদেহ
জলে গুলে হালকা হয়ে গেছে সবুজ
জল নেই, বিদ্যুৎ নেই
পথে পথে গাছে গাছে সব আটকে আছে
এত গাছ না থাকলে
পরদিন সকালেই সবকিছু অবাধ হতো
গাছ পড়েছে
বাড়ি তো আছে
ভেঙেছে নিজে
কিন্তু ভাঙতে দেয় নি
যেভাবে ছেলেকে সাজিয়ে দিয়ে
বাবা মা চলে যান বৃদ্ধাশ্রমে ।
1 Comments
Baah
উত্তরমুছুন