প্রিয় কাঞ্চনজঙ্ঘা ~ মৌটুসী ঘোষের মুক্তগদ্য


মৌটুসী ঘোষের মুক্তগদ্য 
প্রিয় কাঞ্চনজঙ্ঘা

তোমায় প্রথম দেখেছি আমি-
আমার অনেকটা বেশি বয়সে,তখন স্পর্শ করা গেলেও সঙ্গী করা যায় না! 
তাই তো বারংবার ছুটে আসি
তোমার কাছে- তোমায় একটু দেখবো বলে
অথবা আমাকে তুমি দেখবে বলে!
পাইন বনের আড়াল থেকে তোমায় প্রথম
একাকী দেখেছিলাম রিশপ থেকে-
খুব খুব কাছে পেতে ইচ্ছে করেছিল!
রক্তিম বর্ণের,সোনালী রোদ মেখে নীল আকাশের মাঝে তোমায় অপূর্ব দেখতে লাগছিল!
শুধু তুমি আর আমি,আর আমাদের মাঝের দূরত্ব, ভোলা যায় না বলো?
মনে হয়েছিল- তাকিয়েই থাকি শুধু,
ওই যে বলে,যেখানে মায়া বেশি-সেখানে ছায়া 
থেকে যায়! 
তুমি চলে গেলে সেই মেঘের আড়ালে,
আমি আরবার খুঁজে গেলাম,পেলাম না তোমায়! 
তারপরে ট্রেকিং এ গিয়ে হাত কাটলাম-
পা ছিঁড়লাম, নখগুলো সব উপড়ে গেল আমার,
সারা শরীরে তীব্র যন্ত্রণা পেলাম।
কাব্রু,প্যান্ডিম,কুম্ভকর্ণ,লোৎসে, মাকালু দেখলাম,
এভারেস্ট-ও দেখে নিলাম।
কিন্তু তুমি মেঘের আড়ালে থেকে একবার
দেখা দিয়েই সেই আড়ালেই চলে গেলে! 
খুব আনন্দ পাও বলো, এত লুকোচুরি খেলতে?
তা বেশ- অনন্তকালের সঙ্গী করলাম তোমায়,
কথা দিলাম সহস্রবার আসবো তোমার কাছে,
দেখি তো আমায় ফেরাও কিভাবে!
তবে, যদি কোনদিনও হারিয়ে যাই আমি,
তোমার বুকেই খুঁজবে আমায়- থাকবো আমি। 
বলে নাকি, প্রেমের ছোঁয়া বেশি পেতে নেই,
তাহলে সেই প্রেম পুরাতন হয়ে যায়।
তাই, আমাদের প্রেম চিরসবুজ ও চিরন্তন।

তাই তো বিশ্বকবি বলে গেছেন-

“আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।”

গদ্যকার মৌটুসী ঘোষ 
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, বর্ধমান 


ছবিঋন- মৌটুসী ঘোষ 










2 Comments