মাইলফলক ~ লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা


মাইলফলক 
লক্ষ্মণ দাস ঠাকুরা

মাইলফলক গুলো ছুটে আসছে 
জিরো পয়েন্টে একা আমি,
পিছনে গভীর গিরিখাত।
পৃথিবীর পথে ক্লান্ত পথিক, 
এতদিনের দেওয়া নেওয়ার
হিসাব-নিকাশ রাখছিলাম
অনুচ্চারিত শব্দে অনন্ত নীরবতায়।
কিছু মনগড়া সংখ্যা 
ছুঁড়ে ফেলতেই শুরু হলো দৌড়।
কাঙ্খিত হাত মাথার উপর উধাও আজ।
নিঃশব্দে কোলাহলে ডুবতে ডুবতে
ক্রমশঃ ভুলে যাচ্ছি জীবনের চুক্তি।
শকুনের উড়ে যাওয়া ছায়ায়
ছুটতে ছুটতে হয়ে গেছি
মাটির পৃথিবীতে আমি এক মাইলফলক।

কবি লক্ষ্মণ দাস ঠাকুরা
সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান























0 Comments