বিশ্বাস ~ চয়ন কুমার রায়ের কবিতা


বিশ্বাস 
চয়ন কুমার রায় 

প্রগাঢ় নৈঃশব্দের ও গভীর অন্ধকারে
নিমজ্জিত, নৈরাশ্যের মাঝে
প্রাণের সন্ধানে ফেরো, অন্তহীন প্রত্যাশায়।
অনাদি কালের বাণী কান পেতে শোনো
ঊষর প্রান্তর আর নিশ্ছিদ্র শিলাভূমিতেও
জীবনের অঙ্কুরোদ্গম অসম্ভব কিছু নয়।
জীবন- প্রদায়িনী স্রোতস্বিনী কুলু- কুলু রবে
আশার সঞ্চার করে এক বার্তা দিয়ে যায়,
সব জঞ্জাল মুক্তকরো, সব পাপ ধুয়ে ফেলো।
পৃথিবীর গভীর অসুখ এখন আরো গভীরতর ,
বিবর্ণ প্রভাত ধীরে ধীরে উজ্জ্বলতর হবে
বিশ্বাস দীপ্ত বজ্রমুঠি ঊর্ধ্বে তুলে ধরো।

কবি চয়ন কুমার রায় 
টিকরহাট, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ





































0 Comments