༊ গল্প হয়ে ওঠা ༊



            ☮ তীর্থঙ্কর সুমিত🔸মানকুন্ডু,হুগলি🔸



๑ না হয় লিখে যাবো
হাজারো কবিতা
সময়ের ফাঁকে
লিখে রাখা ইতিহাস
আগামী থেকে আগামীর
সময় বদলে গেলে
জামা পাল্টায়
আর,
মুখ ঢাকলেই গল্প হয়ে ওঠে মুহূর্ত।

0 Comments