📒 অণুগল্প:
🖋চয়ন কুমার রায়🔹পূর্ব বর্ধমান🔹
ꗇ মধ্য রাতের ঘন অন্ধকারে নির্জন অলিগলি দিয়ে সন্তর্পণে অঞ্চল সভাপতির বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় মধু মিস্ত্রি।ডানদিকের ঘরটাতে আলো জ্বলছে। খোলা জানালা দিয়ে দেখতে পেল,ভিতরে সভাপতি ছাড়া আরো দু'জন বসে।এটা বৈঠকখানা কাম অফিস।মধু সাহস করে এগিয়ে দরজায় মৃদু টোকা দেয়।ভিতরের মানুষগুলো সতর্ক হয়ে যায়।সভাপতি জিজ্ঞাসা করে, "কে? "
মধু চাপা গলায় জবাব দেয়,"আমি মধু। "সভাপতি বিলাসকে বলে,"যা দরজাটা খুলে দে। "
অভ্যাসবশতঃ বিলাসের ডান হাতটা পকেটে চলে যায়।মধু হুড়মুড় করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আকস্মিক আঘাতে কিংকর্তব্যবিমূঢ় মানুষের মতো বলে,"এটা কী হলো !তোর কথাতেই কেজি পিছু দু'শ গ্রাম করে চাল কম দিলাম।আর তুই -ই কীনা সেটা মানুষের কাছে ধরিয়ে দিলি! "
সভাপতি গোঁফের ফাঁক দিয়ে হেসে বলে, "রাজনীতিটা আমি করি রে মধু।রেশনের চাল আমার ছেলেরা বিলিয়ে দিয়েছে। এবার তুই পঞ্চাশ বস্তা চাল মানুষের সংকটকালে সাহায্য করবি।কাল তোকে বিলাস গাঁয়ে ফিরিয়ে আনবে। আমি সবাইকে বলে দেব, তুই প্রায়শ্চিত্ত করতে চাস।অনেক তো খেয়েছিস,এবার কিছু বের কর। এখন যা,পালা। "
0 Comments