🍁সুখ-দুঃখের রং🍁


পিঙ্কু চক্রবর্তী

ভালোবাসার রং বুনেছি,
রং বুনেছি সফর কথার।
ছবি-ঘরে তুলির টানে যে ব্যথা আঁকি-
সে ব্যথা আমায় আঁকড়ে বাঁচে সর্বক্ষণ,
ছবির সাথে এই সম্পর্ক যেন ব্যথা পারাপারের বসবাস।
ভাঙা ডালে বসা পাখিটাও বোঝে না গাছের ব্যথা,
সে সুখ বোঝে।
তাইতো সুখ কেবল পাখি হয়ে উড়ে যায়, ধরা দেয় না।

2 Comments