🌈মেঘ বৃষ্টির কথা🌈

       


    🔵মৌসুমী ব্যানার্জি🔸কালনা গেট,পূর্ব বর্ধমান🔸 


🔰একটুকরো মেঘ আকাশের বুকে আনমনে ছিল,
দুরন্ত বাজপাখি উড়তে উড়তে,
ভেবে ছিল তার চঞ্চুর আঘাতে,
চূর্ণবিচূর্ন করে দেবে,
জমাট বাঁধা মেঘের সুন্দর রূপকে,
মেঘ সেদিন শুনে নীরবেই হেসেছিল।
আর ভেবে ছিল-
বাজপাখির ডানায় এতো তো জোর নেই যে সে 
মেঘের কাছে পৌঁছাতে পারে।
মেঘ তাই হেসেই বলেছিল,
বাজ,তোমার চঞ্চু ভিজিয়ে দেবো।
বৃষ্টির জলে তোমায়,
স্নান করিয়ে দেবো।
তোমার চঞ্চুকে স্নিগ্ধ করে দেবো ।
মেঘ আরো বলেছিল--
বাজ,মেঘকে তুমি ছুঁতে ও পারবেনা
মেঘই তোমায় শীতল স্নাত করবে।।
     
       

1 Comments