🌀নিঃশ্বাস🌀
🖋মধুমিতা পিরি🔸বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান🔸
🌈মন্দির নেই,মসজিদ নেই
আছে শুধুই হাসপাতাল
লক্ষ জনের সর্বনাশ
কোটি মানুষ হয়েছে কাঙাল
কোথায় তুমি দেব-দেবী?
কোথায় আলাহ-যীশু তুমি?
চুপ কেন আজ?চাইছো কি
মানব জাতির ধ্বংস কি?
ওহে করোনা জীবাণু
শুনে রাখো তুমি
যদি থাকে বিজ্ঞান
বাঁচবে অসংখ্য প্রাণ।
লড়াই এখন কীট-মানুষে
ভ্যাকসিন-এ হবে জিত নয় বিষে।
0 Comments