ডুব সাঁতার ~ সূর্য মণ্ডলের কবিতা


সূর্য মণ্ডলের কবিতা 

ডুব সাঁতার 

ডুব দিয়েছি গহীন জলে
উথালপাতাল ঢেউ...
জলের নীচে ভাবতে থাকি
টের পাইনি কেউ
কোথায় ছিল পানকৌড়ি 
শুকনো মরা ডালে?
ডোবার কথা রটিয়ে দিল
আকাশ জলস্থলে।
মেঘের শুধু নদীর কানে
বলা, গোপন কথা
হাওয়া যখন জানল শেষে 
পূর্ণ হল কলা !...

কবি সূর্য মণ্ডল 
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত







 




 




 

1 Comments