সমর সুরের কবিতা
রাধাকৃষ্ণচূড়া
ট্রেনে যেতে যেতে দেখি
এই গ্রামে কোথাও কৃষ্ণচূড়া নেই।
সবুজ ধানের ক্ষেতে রাধিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে
একটি রাধাচূড়া
তার দিকে অপলক চেয়ে থাকি।
পরবর্তী স্টেশন মাঝের গ্রাম বলে মেয়েটি আড়াল হয়ে গেল
এখানে ক্রশিং,ট্রেনটি দাঁড়াবে দু'চার পাঁচ মিনিট
আহা ! দেখি এই স্টেশনে একটি কৃষ্ণচূড়া ভরিয়ে রেখেছে সুরে সুরে
'তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো'
একটিই জীবন
তবু অন্তিম স্টেশন চলে আসে দ্রুত।
0 Comments