
শেকল ভাঙার গান
অভিনন্দন মাইতি
নড়ছি না নিজে
নাড়াচ্ছি না অন্যকেও।
সবাই কুঠো রুগী।
কখন ঢুকেছে ঘুণ পোকা
জানি না নিজেরাও।
দাঁড়িয়ে আছে সারি সারি ফোঁপরা বাঁশ...
নড়ছি না নিজে
নাড়াচ্ছি না অন্যকেও।
সবাই কুঠো রুগী।
গুমোট বেঁধে আছে ভয়।
ক্যালেন্ডারের মতো আটকে আছি দেয়ালে।
একটু নড়লেই
নাড়ানো যেতো কতো কালো শেকড়,
ভেঙে খানখান হতো কতো শেকল।
দাঁড়িয়ে আছে সারি সারি ফোঁপরা বাঁশ...
0 Comments