সূর্য মণ্ডলের কবিতা


বালিশ

বালিশের নীচে 
লুকিয়ে রাখি জলোচ্ছ্বাস 

বালিশের নীচে
লুকিয়ে রাখি অবাঞ্ছিত আদর  

এমনকি খুনের ইচ্ছে 

সে ক্ষমা শূন্য চোখে গ্রহণ করে আমার সকল অপরাধ।

কবি সূর্য মণ্ডল 
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত 











3 Comments