মহম্মদ সামিমের কবিতা


অর্পণ 

পুরনো অভ্যাসবশে সয়ে নিয়েছি বিষণ্ণ ঘুম
ফেলে আসা অপেক্ষার ক্ষণ, অশ্রুকথা
বালিশ থেকে মুছে গেছে কান্নার দাগ।
রাতের আকাশ বিছিয়ে রাখে নক্ষত্র-বিলাস
গহিন অরণ্যময় হয়ে আছে মৃত্যুহীন প্রহর
দুটি পেঁচা ডেকে ওঠে, ডুকরে ওঠে হৃদয়
শীতল হাওয়া বয়ে যায় চোখের পাতায়
বেদনায় রক্তক্ষরণ না হলে গাঢ় হয় না জীবন
তাই বারবার ফিরে গেছি বেদনার কাছে, অকারণ।


কবি মহম্মদ সামিম
পূর্ব খন্যান,খন্যান (ইটাচুনা), হুগলি











0 Comments