
আচ্ছন্নতা
তন্ত্রের কেশ ধরে কে যেন টানছে
অধিকার বিলাসী ঘুমের ভেতর।
আমি হাত নেড়ে চলেছি আবেশে আবেশে..
তুমি বুঝি এসে বসলে ওষ্ঠের ওপর,
দূরতম অধর দ্বীপ, অসংখ্য টিলা..
একনিষ্ঠ আয়ু জ্বর।
আজকাল আর ঘুম হয় না জানো,
গলা দিয়ে শুধু নেমে যায় একটা
কালসর্প আচ্ছন্নতা..
অদূরেই ফোঁপায় কাঙাল বল্কলধারী
সোহিনী সম গাছ।
ভাবি কি নামে ডাকবো তাকে!!
কবি দেবার্ঘ সেন
৫৯,চারাবাগান, শেওড়াফুলি, হুগলী
1 Comments
বেশ..
উত্তরমুছুন