
ঘুমগ্রন্থি এবং
১/
এই সেই ঢেউখেলানো অফুরন্ত
ঘুমের স্বপ্নবাসর
যেখানে পূর্ণিমার ধর্মসভায় জাদুকর নামেন সৈকতে
জলের প্যাঁচে মিশে যাওয়া তেষ্টার অনুঘটকে
যিনি বেড়ে দেন জ্যোৎস্নাগঙ্গা
এমন স্বপ্নের হরফে বেজে ওঠে রাতের নূপুর
পাঠ করি বিষণ্ণ লোপাটের নামতা
২/
অনর্থক তবু দূরে দাঁড়িয়ে থেকে
লিখে রাখে তালপাতার বিন্যাস। এ নিঃসঙ্গ পাণ্ডুলিপি
বিষণ্ণতা তো এক সজাগঘুমের গান।
কুয়োর অলিখিত প্রেম যেন তাকে ঘিরেই জমা করে এসেছে দীর্ঘদিনের শ্যাওলা
এভাবে দিনের ক্রিয়াপদটি দুর্বলতম
শ্বাসে, অক্ষরে দাঁড়িয়ে মজে যাওয়া কাল
ঘুমের আতর মাখা মেঘের গর্জন আমি কেবল শুনি
এবং পা রাখি -- এক জঙ্গলকাব্যে
কবি রুমা ঢ্যাং অধিকারী
সালকিয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ
0 Comments